চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মে) রাত দশটারা দিকে মো. আব্দুল আমিন প্রকাশ রহমান (৫৪) নামের ওই গাঁজা কারবারীকে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রাম সিটির বাকলিয়া থানার কেবি আমান আলী রোডের ভোলঅ গাজীর বাড়রি মৃত মো. হাসানের পুত্র।
প্রাপ্ত তথ্য মতে, মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহাদাৎ হোসেনের ১১ নম্বর টিম ডবলমুরিং থানার মনসুরাবাদ আব্দুল হাকিম মিয়া রোড সংলগ্ন এলাকা থেকে মো. আব্দুল আমিন প্রকাশ রহমানকে (৫৪) গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।