চট্টগ্রাম: এ সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ৬০ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। মোট ১৮ হাজার ৩৬৯টি লেনদেনের মাধ্যমে মোট ২ কোটি ৫৮ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২৮ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৪ দশমিক ১৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৯ দশমিক শুন্য ৭ পয়েন্টে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০ দশমিক ২৩ পয়েন্টে।
মঙ্গলবার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৫০ কোটি ৬৭ লাখ টাকায়।
সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে মঙ্গলবার লেনদেন হয়েছে ২৮৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
প্রেস বার্তা