ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার সিএসইতে লেনদেন ৭১ কোটি ৪৯ লাখ টাকা

পরম বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ২০, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার (২০ এপ্রিল) মোট লেনদেনের পরিমাণ ৭১ কোটি ৪৯ লাখ টাকা। মোট ১১ হাজার ৯৭টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৩৮ লাখ শেয়ার হাত বদল হয়েছে।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২১৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৬৮৫ দশমিক ৪৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৫ দশমিক ৭৫তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৩ দশমিক ৮১তে।

আজ মঙ্গলবার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এতে পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২ হাজার ৩৪৭ কোটি ৪৪ লাখ টাকায়।

সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ২৩৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

প্রেস বার্তা

Facebook Comments Box