চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার (২৬ জানুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ৬৬ কোটি ৪৯ লাখ টাকা। মোট ২৪ হাজার ৯১১টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৪৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২৯৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬ হাজার ৫৭৮.৭০ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ২২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৪.৩৮তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১৮.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫.৬৫তে।
মঙ্গলবার দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার,৬৪৪ কোটি ৪৮ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৩২৭ কোটি ৯৫ লাখ টাকায়।
সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫১টির, এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
প্রেস নিউজ