ভয় পাই……….
থমথমে পরিবেশের হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠা আমি বড্ড ভয় পাই………
প্রদীপের আলোর শিখায় তখনও চার দিক বড্ড ঝাপসা,
তবুও কোথাও না কোথাও তোমার অস্তিত্ব বিচরণ করে সর্বত্র আমায় ঘিরে…….
খানিকটা বাদেই মনে হয়, এই মিথ্যা,
এই ভয়ার্ত নিষ্ঠুর শহরে আমি একা নই,
এই যে, এই আমাকে তুমি-
শক্ত করে জড়িয়ে আছো আমারি…………………..
অন্তরালে………………..
লেখা: শাশ্বতী ভট্টাচার্য্য