ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাল নাট্য শিল্পী হতে চায় এঞ্জেলা

পরম বাংলাদেশ প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নাটক, নৃত্য ও আবৃত্তির শিশু শিল্পী রাবেয়া জামান এঞ্জেলা, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু পরিবারের সবার অনেক আদরের। মা নাসরিন আকতার হীরা ও ছোট খালা হৈমন্তী আক্তার তুলির অনুপ্রেরণায় সাংস্কৃতিক অঙ্গণে যাত্রা তার। মাত্র সাড়ে চার বছর বয়সে চট্টগ্রাম শিশু একাডেমির নৃত্য বিভাগে ভর্তি হয় সে। কোর্স শেষ করে ভর্তি হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিশু বিভাগে।

২০১৭ সালে আবৃত্তি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পায় সে। চট্টগ্রাম চাইল্ড হেভেন স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রী এঞ্জেলা।

এঞ্জেলা বর্তমানে ফেইম স্কুল অব ড্রামা, প্রমা আবৃত্তি সংগঠন, চারুতা নৃত্য কলা একাডেমি, রাহা-আরাফ টিভি টিম, প্রতিনিধি নাট্য দল ও কার্লাস একাডেমির সাথে যুক্ত থেকে সংস্কৃতি চর্চা করছে। সে বিটিভির একজন নিয়মিত শিশু শিল্পী। তার ইচ্ছে একজন ভাল নাট্য শিল্পী হবে।

এঞ্জেলার জন্ম চট্টগ্রাম সিটির হালিশহর হাউজিং এস্টেট এলাকায় ২০০৯ সালের মে মাসে। পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের বিক্রম পুরের কলমা গ্রামে। বেড়ে ওঠা নানার বাড়ি হালিশহরে। নানী ও নানার প্রতি কৃতজ্ঞ এঞ্জেলা, যাদের অবদান তার জীবনে সবচেয়ে বেশী।

পবা/এমএ

Facebook Comments Box