ঢাকা: অনলাইন ইকর্মাস ব্রান্ড বাজার (Brandbazaarbd.com) দেশি ও বিদেশি ব্রান্ডের ইলেক্ট্রনিক্স পন্যের উপরে সর্বোচ্চ ৫৫ শতাংশ ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে। ইলেক্ট্রনিক্স পণ্যগুলো হলো এসি/এয়ার কন্ডিশনার, ফ্রিজার/রেফ্রিজারেটর, এলইডি টিভি, স্মার্ট এলইডি টিভি, এন্ড্রয়েড ফোরকে টিভি, হোম অ্যাপ্লায়েন্স, স্মল অ্যাপ্লায়েন্স।
এছাড়াও শীত উপলক্ষে,শীতের যেসকল পন্য রয়েছে যেমন: রুম হিটার, গেজার, হট ওয়াটার শোয়ার ইত্যাদি পণ্যও এই অফারে কিনতে পারবেন।
ব্রান্ড বাজার ঢাকার মধ্যে ৮-২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি ব্যবস্থা রেখেছে এবং ঢাকার বাইরে ২-৭ দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে।
ব্রান্ড বাজারের সিইও আসাদুজ্জামান বলেন, ‘নতুন বছরে আমরা ব্রান্ড বাজারে ৫০০০ ইলেক্ট্রনিক্স প্রডাক্ট যুক্ত করেছি। যা অনলাইনে অর্ডার করার মাধ্যমে ঘরে বসে কাস্টমাররা কিনতে পারবেন। ব্রান্ড বাজার ১০০ শতাংশ অর্জিনাল ওয়ারেন্টিসহ পণ্য কম দামে ও দ্রুত ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে। এই অফারটির বিস্তারিত জানতে (Brandbazaarbd.com) এর ওয়েব সাইটে ভিজেট করুন। এই অফারটির মাধ্যমে গ্রাহকরা আগামী ৩১জানুয়ারি পর্যন্ত পণ্য কিনতে পারবেন।
প্রেস নিউজ