বোয়ালখালী, চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
রোববার (৫ ডিসেম্বর) সকালে কাউন্সিলরের নিজ বাসভবনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এসকান্দর।
উল্লেখ্য, সংগঠনের ‘পৃষ্ঠপোষক’ হিসেবে শেখ আরিফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দেয়া হয়। সংগঠনের কর্মকান্ড পরিচালনার জন্য ও সংগঠনের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখ আরিফ উদ্দিন জুয়েল।
পবা/এমএ
Facebook Comments Box