বোয়ালখালী, চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ২৬ মার্চ (শুক্রবার) শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা, সভাপতি প্রণব রাজ বড়ুয়া,
সহ-সভাপতি এম ইউছুফ রেজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিধান দাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ দোলন জলদাশ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, সহ-সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক কমল বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এসকান্দর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু দাস, সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসাইন জুনায়েদী প্রমুখ।
প্রেস বার্তা