চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বুধবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বে টার্মিনাল প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
এ সময় মেয়র বলেন, ‘পতেঙ্গা হালিশহরের সমুদ্র তীরবর্তী ভূমি উদ্ধার করে বে টার্মিনাল নির্মাণ শেখ হাসিনার সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ টার্মিনাল নির্মাণের পর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে কয়েক গুণ। প্রাথমিকভাবে ৯৫০ একর এলাকা নিয়ে গড়ে ওঠতে যাওয়া এ বে টার্মিনাল নির্মাণের ফলে তুলনামূলক বেশী ড্রাফটের জাহাজের এখানে ঘোরানো ও নোঙ্গর করার সুযোগ সৃষ্টি হবে।’
রেজাউল করিম আরো বলেন, ‘জোয়ার ভাটার হিসাব না করেই জাহাজ ভীড়ানোর সুযোগ থাকায় পণ্য ওঠা নামায় গতিশীলতা আসবে কয়েক গুণ, খরচ কমে আসবে অনেকটাই। স্বাভাবিকভাবেই রপ্তানী আয়ও বৃদ্ধি পাবে অনেক। তাই বে টার্মিনাল বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে। প্রয়োজনে আরো সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকায় বে টার্মিনাল হবে বর্তমান ও আগামীর বন্দর। যত দ্রুত সম্ভব বে টার্মিনালের কাজ সম্পন্ন করতে পারলে দেশের অর্থনীতির জন্য মঙ্গল বয়ে আসবে আগেই।’
মেয়রের একান্ত সচিব আবুল হাশেম ও উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা