চট্টগ্রাম : চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা জুবিলী রোডের চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে ৭ মার্চ (বুধবার) বিকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শফর আলী।
মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতাকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বলেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘টঙ্গীপাড়ার খোকা বলেছিলেন একদিন বড় হয়ে এ দেশ জাতিকে মুক্ত করে ছাড়বো। আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার পরিবারের সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সব শ্রমিক জনতার আশা আকাঙ্খার প্রতীক। আপনারা সবাই দেশ এবং জাতি গঠনে বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে মেহনতি জনতাকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের জন্মদিনে আমরা এটাই আপনাদের কাছে আশা রাখব।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. মিরন হোসেন (মিলন)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ব্যবহারকারী শ্রমিক লীগের সভাপতি মীর মোহাম্মদ নওশাদ, সাবেক ছাত্রনেতা ইয়াছিন আরাফাত, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুর আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, ইউএসটিসি সিবিএর সভাপতি মো. মানিক মিয়া,
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আলমগীর।
আলোচনা শেষে দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শ্রমিক লীগ নেতা মো. ওমর ফারুক।
প্রেস বার্তা