চট্টগ্রাম: ১৯৭১ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সাথে চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে নয় জন গেরিলা শহীদ হোন।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে এই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে চট্টগ্রাম কমিউনিস্ট পার্টি ও গেরিলা ইউনিয়নের নেতৃবৃন্দ।
শহীদদের উদ্দেশ্যে পুস্পমাল্য অর্পণ করেন পার্টির পক্ষে অশোক সাহা, শওকত আলী, অজয় সেন, অজিত দদাশ, অমিতাভ সেন।
গেরিলা ইউনিয়নের পক্ষে ফজল আহম্মদ, মৃদুল বড়ুয়া, আবদুল হালিম দোভাষ প্রমুখ।
শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার পর কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা এবং গেরিলা ইউনিয়নের সদস্য সচিব ফজল আহম্মদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের উদ্যোগে। কমরেড মোহাম্মদ ফরহাদ, চৌধুরী হারুন অর রশীদ, কমান্ডার রউফ এ বাহিনীর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় অন্য অঞ্চলেও এ বাহিনীর গেরিলারা অসীম সাহসের সাথে যুদ্ধ করেন এবং শহীদ হন।
সংবাদ বিজ্ঞপ্তি