চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী শ্রমিক কর্মচারীদের অনবর্তীকালীন বেতন বৃদ্ধি পাওয়ায় শোকরানা আদায় ও দোয়া মাহফিল করা হয়েছে। চসিক অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও চসিক চালক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে রোববার (১ আগস্ট) দামপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ অনুষ্ঠিত হয়।
এতে চসিকের অস্থায়ী কর্মচারী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের বেতন বৃদ্ধি করায় মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দসহ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া চসিকের গাড়ির ড্রাইভার মোহাম্মদ হারুন ও মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মাওলানা রবিউল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত শোকরানা মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো। সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো। ফজলুল হক, পুল অফিসার মির্জা ফজলুল কাদের, চসিক চালক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহ, মোহাম্মদ শহিদুল কবির, কাজী মোহাম্মদ নাজিম উদ্দিন, বাবু খোকন বনিক, মজিবুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মিজানুর রহমান, মিজানুর রহমান (মিনহাজ), আব্দুল মাবুদ, মোহাম্মদ ওসমান গনি, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মুন্সী, মোহাম্মদ আনোয়ার।
প্রেস বার্তা