চট্টগ্রাম: বেকার তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুল।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।
এতে অতিথি ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দীন, ইউসেপ নিয়োগকর্তা কমিটি সাগরিকা-ফৌজদারহাট শিল্পাঞ্চলের চেয়ারম্যান, মো. গোলাম নেওয়াজ বাবুল, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জয় প্রকাশ বড়ুয়া।
এ চুক্তির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত তরুণ-তরুণীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি বলেন, ‘মিরসরাই, সীতাকুন্ড, ফেনী এলাকার সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের সন্তান যারা শিক্ষা থেকে বঞ্চিত কিংবা দারিদ্রের কারণে পড়াশুনা অব্যাহত রাখতে পারে না, তাদেরকে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করার যে প্রচেষ্ঠা তা নিঃসন্দেহে অনুকরণীয়। আমাদের দক্ষ শ্রম শক্তির অভাব রয়েছে। ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুল থেকে প্রশিক্ষিত শ্রম শক্তি আমাদের এবং বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলের শিল্পের চাহিদা মেটাতে সহায়ক হবে।’
মিরসরাই এলাকায় কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইউসেপ-ক্লিফটন-অপকা টেশনিক্যাল স্কুল সব মহলে প্রসংশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমডিএম মহীউদ্দীন চৌধুরী।
ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র অফিসার আকরাম হোসেন সবুজ ও মিরসরাই অটিজম সেন্টারের পৃথার সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, সাইফুল্লাহ মানচুর, সদস্য আব্দুল হালিম দোভাষ, আব্দুল কাইয়ুম, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির সভাপতি কালু কুমার দে, চিটাগাং লায়ন্সক্লাব মিরসরাইয়ের পরিচালক তাহের আলম, আ জ ম টুটুল।
প্রেস নিউজ