ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে ‘পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট’।
ঢাকা মহানগরীর স্কুল-কলেজগুলো নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ মোট ৪০টি দল অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে ১৮টি দল। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালক বিভাগের ম্যাচগুলো। পার্শবর্তী শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বালিকা বিভাগের ম্যাচগুলো।
মঙ্গলবার (২৩ আগস্ট) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। পোলার আইসক্রীমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, কার্যনির্বাহী সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:
বালক বিভাগ: সানিডেল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মাইলস্টোন কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মডেল একাডেমি, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, নৌবাহীনি কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ও ঢাকা গভ: মুসলিম হাই স্কুল।
বালিকা বিভাগ: ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, সানিডেল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ধানমন্ডি টিউটরিয়াল, মডেল একাডেমি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, নৌবাহীনি কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়।