চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার (২৪ মার্চ) মোট লেনদেনের পরিমাণ ১৭৭ কোটি ৩২ লাখ টাকা। মোট ১২ হাজার ১৮৬টি লেনদেনের মাধ্যমে মোট চার কোটি ৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ২৪৭ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৪২৪ দশমিক ৫৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ১৭৬ দশমিক ৩৪তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯০ দশমিক ৮৫তে।
আজ দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৩ লাখ ৯১ লাখ ১৫৬ কোটি ৪৩ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮১ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকায়।
সিএসইতে ৩৪৩ স্ক্রিপ্টের মধ্যে আজ লেনদেন হয়েছে ২২৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
প্রেস বার্তা