চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (২৭ জানুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ২৭ লাখ টাকা। মোট ১৮ হাজার ৩৪৮টি লেনদেনের মাধ্যমে মোট ১ কোটি ৩৪ লাখ শেয়ার হাত বদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্য সূচক ৫৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৫৮৮.৭৫ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৯.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮.৭৪তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১.৬৫তে।
বুধবার দিন শেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৯১৩ কোটি ৯১ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৩২৭ কোটি ৯৫ লাখ টাকায়।
সিএসইতে ৩৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে বুধবার লেনদেন হয়েছে ২৪২টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
প্রেস বার্তা