চট্টগ্রাম: চট্টগ্রাম নগর নেতৃবৃন্দর সাথে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন পরিস্থিতি নিয়ে সভা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় তিনি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে ঘরে ঘরে গিয়ে উদ্ধুদ্ধ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সময় বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সুপারিশ করে আহমদ হোসেন বলেন, ‘যারা বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছে, তাদের ব্যাপারেও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারিনা। তাছাড়া মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছিলেন, প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। অন্যথায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্বয়ংক্রিয়ভাবে দলীয় পদ হারাবেন বলে মুছলেখায় উল্লেখ ছিল।’
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমূখ।
প্রেস নিউজ