চট্টগ্রাম: শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের উদ্যোগে দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ এপ্রিল) সকালে আট নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলার একে কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতেরবহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির মো. জাহেদুল আলমের সভাপতিত্বে ও পূর্ব শুলকবহর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।
মোরশেদ আলম বলেন, ‘আপদকালীন দূর্যোগ-দূর্দিনে যারা মানুষকে ভালবেসে মানুষের পাশে থাকে, তারাই প্রকৃত মানুষ। কেননা মনুষ্যত্বের পরিচয় মানব প্রেমে। আমাদের সমাজে যারা বিত্তবানরা রয়েছে, তারাও এমন মহতী উদ্যোগ নিয়ো এগিয়ে আসলে গরীব দুস্থ মানুষগুলো অনেকটা স্বস্তি পাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, আরকান হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল্লাহ চৌধুরী মুন্না, সদস্য সাইফুল ইসলাম, রমজু মিয়া লেইন আবাসিকা এলাকা সভাপতি মো. আবু তাহের, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির উপদেষ্টা নেছার উদ্দিন হায়দার, সমাজসেবক মো. মুজিবুর রহমান, সাইফুদ্দীন মাহমুদ সৈকত, এডিএম আজরাফ আবীর, আবছার উদ্দিন, এডিএম আশরাফ আলভী প্রমুখ।
প্রেস নিউজ