চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রথম মেগা ধারাবাহিক নাটক ‘খড় কুটোর আখ্যান’ বর্তমানে প্রতি সপ্তাহে শুক্র, শনি এবং রোববার- এ তিন দিন প্রচারিত হচ্ছে। এর মধ্যেই নাটকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
অরিন্দম মুখার্জী বিংকু প্রযোজিত ‘খড় কুটোর আখ্যান’’ ধারাবাহিক নাটকটির সার্বিক তত্ত্বাবধানে আছেন নিতাই কুমার ভট্টাচার্য। আর অনুষ্ঠান তত্ত্বাবধানে আছেন রোমানা শারমিন।
নাটকটির চিত্রধারণ করেছেন মো. হাসিবুর রহমান। কারিগরি সহযোগিতা এবং পোস্ট প্রোডাকশনে আছে ‘দৃশ্যছায়া’।
বিশেষ সহযোগিতায় আছেন রিয়াদ বিন মাহবুব।
চট্টগ্রামের অভিনয় শিল্পীদের পাশাপাশি এ নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ। ‘
‘খড় কুটোর আখ্যান’ ধারাবাহিকে আরো যারা অভিনয় করেছেন রফিউল কাদের রুবেল, শ্রেয়সী স্রোতস্বিনী, মো. ফোরকান, শাহিন চৌধুরী, নাসরিন আকতার হীরা, আবদুল হাদি, শাহিনুর সরোয়ার, আশরাফুল করিম সৌরভ, মিলা নোভা, মোশাররফ ভুঁইয়া পলাশ, শিমলা, সৌরভ আশসাদ, শব্দ, রাকিব, মাসুম, ইউনুস রানা সোহেল, আকিব, বিবি জহুরা, সৌরভ মুক্তাদির, জ্যোতি, জেবা, হাসিব, সায়মন।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে চিত্রায়িত ‘খড় কুটোর আখ্যান’ ধারাবাহিকটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে।