চট্টগ্রাম: বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম সিটির দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম জেলা।
চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী আবদুল্লাহ আল টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম আহাছান উজ্জামান (আহছান) এ কর্মসূচির নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলার সহ সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, প্রকৌশলী আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমেদ, প্রকৌশলী রনি সেন, প্রকৌশলী আরমান, প্রকৌশলী রিয়াজ, জাভেদ প্রমুখ।
প্রেস বার্তা
Facebook Comments Box