চট্টগ্রাম: মহান বিজয় দিবসেও মাস্ক বিহীনদের জরিমানা করলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মাস্ক ব্যবহার নিশ্চিকরণে বুধবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন বেরসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছান মারেন।
এ সময় মাস্ক না পরায় ৪২ জনের কাছ থেকে দশ হাজার ৬১০ টাকা জরিমানা আদায় করেন তারা।
ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর নগরীর বহদ্দারহাট এলাকায় মাস্কবিহীন ১০ জনের কাছ থেকে জরিমানা আদায় করেন দুই হাজার ১১০ টাকা।
ম্যাজিস্ট্রেট উমর ফারুক লালাখান বাজার ও ওয়াসা মোড়ে মাস্ক না পরায় সাত বাসের সাত ড্রাইভারকে ৫০০ টাকা করে তিন হাজার ৫০০ টাকা এবং চার পথচারী থেকে ৮০০ টাকা জরিমানা নেন।
অন্য দিকে, ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মাস্ক না পরায় ২১ জন ব্যক্তির কাছ খেকে চার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘আন্তঃনগর বাসগুলোতে স্বাস্থ্য বিধি তোয়াক্কা করছে না। সিটের বাইরে অধিক যাত্রী তুলে গাদাগাদি অবস্থা তৈরি করে যাত্রীদের ঝুঁকিতে ফেলছে। যার ফলে আজ অর্থদন্ড করে ভবিষ্যতে তারা এমন করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।’