চট্টগ্রাম: ঘরের মাঠের ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে ‘বিজয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ২০২২’ এর শিরোপা জিতেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ইডিইউ স্পোর্টস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৪টি দল এতে অংশ নেয়। মেয়েদের ক্যাটাগরিতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইডিইউ টিম।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে টুর্নামেন্টের দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে এ টুর্নামেন্টের। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ‘সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অগ্রযাত্রা সুনিশ্চিত করছে ইডিইউ। অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে। ইডিইউ তাদের এ সম্ভাবনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। কেবল পড়াশোনাতেই নয়, একইসাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ ও খেলাধূলায়ও ইডিইউ শিক্ষার্থীদের সব রকম সুযোগ-সুবিধা দিচ্ছে।’
উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেছেন, ‘ইডিইউর ক্যাম্পাসের মধ্যেই নিজস্ব মাঠ আছে, যেখানে টুর্নামেন্ট ছাড়াও সারা বছরই নানা রকমের খেলা হয়ে থাকে। এছাড়া শিক্ষার্থীদের ফান এক্টিভিটির জন্য স্লিপার, হুভার হুইল ও নানা ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে। নারীরাও যাতে নানা ধরনের ইনডোর-আউটডোর স্পোর্টসে আগ্রহী হয়ে ওঠে, আমরা তার জন্য সুযোগ-সুবিধা দিয়ে থাকি।’
ফাইনাল ম্যাচে ইডিইউর শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেয়। নিজেদের দলকে সমর্থন দিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। এছাড়া ইডিইউর শিক্ষক ও কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।