চট্টগ্রাম: বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি করায় দায়ে চট্টগ্রাম সিটির লালখান বাজারের ফ্রেন্ডশীপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুয়ায়ী এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) আব্দুল মান্নান ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘ফ্রেন্ডশীপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীরর পরিবেশ ছিল খুবই অস্বাস্থ্যকর ও নোংরা। তারা যতগুলো পণ্য উৎপাদন ও বাজারজাতরণ করছিল, ততগুলো পণ্যের লাইসেন্স তাদের ছিল না।’