চট্টগ্রাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) চট্টগ্রাম মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন কনসেনট্রেটর মিটার দিয়েছে লায়ন্স ক্লাব অব ফিনিক্স।
বুধবার (২৪ মার্চ) সকালে বাবিউবোর বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু লায়ন্সের পক্ষ থেকে এ উপহার গ্রহণ করেন।
করোনা সংক্রমণকালীন এমন উপকারী ডিভাইস উপহার প্রদানের বিষয়টিকে প্রধান প্রকৌশলী স্বাগত জানান। পাশাপাশি আত্ম-মানবতার সেবায় অদূর ভষিষ্যতে আরো বেশি উদ্যোগী হওয়ার ব্যাপারেও তিনি লায়ন্সকে উৎসাহিত করেন।
প্দেওয়ান সামিনা বানু বলেন, ‘মানুষ মানুষের জন্য। আমরা আমাদের সাধ্যানুযায়ী সবাই একে অপরের জন্য সাহায্যের হাত প্রসারিত করব।’
তিনি করোনাকালীন সবাইকে প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করতে অনুরোধ করেন।
এ সময় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের (পর্যায়-২) প্রকল্প পরিচালক, বিতরণ অঞ্চল চট্টগ্রামের সব তত্ত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের চিকিৎসকবৃন্দ ও লায়ন্সের জোন চেয়ারপার্সন, ক্লাব সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা