ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে আফিমসহ আদিবাসী যুবক গ্রেফতার র‌্যাব ও বিজিবির অভিযানে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার থানচি থানাধীন থানচি বাজার এলাকায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের তিন কেজি ৭০০ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য আফিমসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে থানচি ইউনিয়ন পরিষদের এক নাম্বার ওয়ার্ড থানচি বাজার সংলগ্ন থানচি মাইক্রো স্ট্যান্ড বটগাছ তলা এলাকা থেকে মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দুইটা ১০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লেংরাও ম্রো (১৯) বান্দরবানের থানচি থানার দুই নাম্বার তিন্দু ইউনিয়নের এক নাাম্বার ওয়ার্ডের রেংবাপাড়ার রেংথোন ম্রোর পুত্র।

গ্রেফতারকৃত লেংরাওকে জিজ্ঞাসাবাদে র‌্যাব-৭ জানতে পারে, সে দীর্ঘ দিন ধরে দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম উৎপাদনসহ প্রক্রিয়াজাত করে পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।

তাকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানচি থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭।

Facebook Comments Box