বাদল ভাইয়ের জন্য মন কাঁদে! চট্টগ্রাম আট আসনের (বোয়ালখালী-চাঁন্দগাও) মহাজোটের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল ভাই নেই! (ইন্না…..রাজিউন)
গত বছরের ৭ নভেম্বর ভোরে ভারতের একটি হাসপাতালে বর্ষীয়ান এ নেতা মৃত্যুবরণ করেন।
সত্যিকারের একজন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি। বিদ্রোহী কন্ঠে জনগনের অধিকার আদায়ে কথা বলার একজন মানুষকে হারিয়েছি। রাজনীতি হারিয়েছে তার এক বিদ্রোহী কবিকে। জনগন হারিয়েছে তাদের মনের ভাষা অনুধাবন করার একজন নেতাকে। চট্টগ্রাম হারিয়েছে তার গর্বিত এক সন্তানকে। চট্টলাবাসী হারিয়েছে তার সত্যিকারের একজন চট্টল প্রেমিককে।
ভিন্ন রাজনৈতিক দলের সাংসদ হলেও তিনি আমার কাছে ছিলেন পরম শ্রদ্ধার মানুষ। বীর মহিউদ্দিন ভাইয়ের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ছিলেন তিনি। তার কাছ থেকে পেয়েছি আদর, ভালোবাসা আর প্রচুর স্নেহ।
দেখা হওয়ার সাথে সাথে জানতে চাইতেন ‘তোমার মামলার খবর কি? কাকে বলতে হবে? প্রধানমন্ত্রীকে বলা লাগলেও বলবো।’
আমি হাসিতে বলতাম ‘না আপাতত প্রয়োজন নেই’।
আমার বিশ্বাস হচ্ছে না বাদল ভাই….
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।
ফেসবুক থেকে সংগৃহীত (আংশিক পরিমার্জিত)।