ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঙালি জাতিসত্তা বিকাশে মাওলানা ভাসানী অনন্য ভূমিকা পালন করেন

পরম বাংলাদেশ
নভেম্বর ১৬, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: (১৬ নভেম্বর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাওলানা ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। বাঙালি জাতিসত্তা বিকাশে তিনি অনন্য ভূমিকা পালন করেন।’

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।

মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাণীতে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল। বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন তিনি।’

বাণীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box