ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাকলিয়ায় ৭০০ গরীব শীতার্তের মাঝে কম্বল বিতরণ কাউন্সিলর শহিদের

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে প্রায় ৭০০ গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কম্বল বিতরণ করেছেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। ডিসি রোড এলাকায় আফগান মসজিদ সেলিম মেম্বারের বাড়ির ছালা কলোনীতে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ করা কম্বলের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পক্ষ থেকে ১৫০টি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ২৪০টি কম্বল পাওয়া যায়। বাকি ৩০০ পিস কম্বল শহিদুল আলম ও এলাকার সমাজ সেবকদের পক্ষ থেকে পাওয়া গেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুচ কোম্পানি। মোহাম্মদ সেলিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো.মুজিবুর রহমান, কামাল আহমদ, সরোয়ার আলমসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

এ সময় কাউন্সিলর শহিদুল আলম গরীব অসহায় শীতার্ত মানুষের সহায়তায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রেস বার্তা

Facebook Comments Box