সীতাকুন্ড, চট্টগ্রাম: ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-১০ খণ্ড’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ফছিউল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নোয়ামিয়া, তরুণ ব্যবসায়ী সনজয় রায় চৌধূরী ও ১০ খন্ডের অন্তর্ভুক্তি সীতাকুণ্ড খণ্ডের লেখক, সাংবাদিক ও কবি জামশেদ উদ্দীন উপস্থিত ছিলেন।
গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’। গ্রন্থের প্রধান সম্পাদক সমাজ বিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সলর প্রফেসর ড. হারুন-আর রশিদ এবং ব্যবস্থাপনা সম্পাদক প্রফেসর ড. সাজাহান মিয়া।
প্রেস নিউজ