চট্টগ্রাম: বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস্ কারাতে পরিচালনা করতে জাজ ও রেফারি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত বাংলাদেশ পুলিশের এএসআই লতা পারভীন।
বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন সনদধারীর পাশাপাশি এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী জাজ লতা পারভীন আগামী ৬-৮ ডিসেম্বর বান্দরবান মেঘলা জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতা পরিচালনা করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ২০১৬ ও ২০১৭ সালের বর্ষ সেরা নারী ক্রীড়াবিদ লতা পারভীন বাংলাদেশ কারাতে ফেডারেশন রেফারি কমিশনের সদস্য। পাশাপাশি বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি। তিনি এর আগে উচ্চতর কারাতে সেমিনার, পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভারত, শ্রীলংকা, উজবেকিস্থান ও দুবাই সফর করেন।
প্রেস বার্তা