চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতা না দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা।
শাখার সভাপতি রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘বাঁশখালীর গন্ডুমারায় বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা গত কয়েক দিন ধরেই বেতন ভাতাসহ ১০ দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে আসছিল। বার বার বেতন ভাতার জন্য শ্রমিকরা দাবি জানালেও কর্তৃপক্ষ এর কোন কর্ণপাত করেনি। উল্টো আমরা দেখলাম, সরকারী বিধি-নিষেধের মধ্যে এ শ্রমিকরা বেতন ভাতার দাবিতে যখন বিক্ষোভ করল, পুলিশ তখন তাদের উপর গুলি চালায় এবং এতে পাঁচজন শ্রমিক নিহত ও অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘আমরা মনে করি, পুলিশ দিয়ে গুলি করে কখনো জনগণের নৈতিক আন্দোলনকে দমানো যায় না। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে, এ হত্যাকাণ্ড পুলিশি রাষ্ট্রের একটি নির্মম বহিঃপ্রকাশ।’
নেতৃবৃন্দ অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি জানান ও আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
প্রেস বার্তা