ক্লোজআপ ওয়ান তারকা সাবরীনা রহমান বাঁধনের প্রথম কাব্যগ্রন্থ ‘শেষের কবিতার পরে’ এবং মৌলিক গানের একক অ্যালবাম ‘আবছায়া চুপছায়া’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।
ঢাকার সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি তথা জাতীয় চিত্রশালা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতি মন্ত্রী কেএম খালিদ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সমাজ মাধ্যম ফেসবুকে এ খবর দিয়েছেন বাঁঁধন।
নাটোরের মেয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং ক্লোজআপ ওয়ান ২০০৬ এর তারকা সাবরীনা রহমান বাঁধন। তার কবিতার বই ‘শেষের কবিতার পরে’ প্রকাশ করেছে ‘আজব প্রকাশন।’ এটি রকমারি.কমে প্রি অর্ডারে পাওয়া যাচ্ছে ২৩৮ টাকায়।
অন্য দিকে, ‘আবছায়া চুপছায়া’ সম্পর্কে সম্প্রতি ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘আমার তৃতীয় একক এ্যালবাম আশা করছি ১৪ ফেব্রুয়ারি রিলিজ হবে আজব রেকর্ডস এর ব্যানারে। মোট আটটি গান থাকছে এতে। সবগুলোই মৌলিক গান। গীতিকার মনিরুল ইসলাম, ফাহিমুল ইসলাম, তানজিয়া সালমা এবং আমি। সবকটি গান আমার সুরে এবং সংগীতায়োজন করছেন জয় শাহরিয়ার। কিশোর দাশ কণ্ঠ দিয়েছে আমার সাথে একটা ডুয়েট গানে। তার কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে।