ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বহদ্দারহাটে বিভিন্ন সংস্থা ও নেতাকর্মীর নামে চাঁদা আদায়; চাঁদাবাজ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানা এলাকা থেকে জোর করে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুইজন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

চান্দগাঁও থানার বহদ্দারহাট-কালুরঘাটমুখী পাকা রাস্তার মোড়ের আল হাসান বেকারীর এন্ড কনফেকশনারীর সামনে সোমবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদেরকে আটক করা হয়।

তারা হল মো. আব্দুল কাদের মহি উদ্দিন (২৩) ও মো. রুবেল (৩১)।

র‌্যাব ৭ জানিয়েছে, তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘ দিন ধরে এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্য পরিবহনের গতিরোধ করে এবং ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও অন্য মালামালের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সংস্থার ও স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

উদ্ধারকৃত গ্রেফতারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ৭।

Facebook Comments Box