ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে ৭ মার্চ উদযাপন করবে চসিক

চট্টগ্রাম
মার্চ ৬, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: বর্ণিল আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৩ উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (৭ মার্চ) সিটির টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) আলোচনা সভা ও ডকুমেন্টারী দেখানো হবে।

এছাড়া, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও আইল্যান্ডে বঙ্গবন্ধুর ছবি-ইতিহাস সংবলিত চারটি ড্রপ ডাউন ব্যানার দেখানো হবে। আন্দরকিল্লা পুরাতন নগর ভবন পার্কিং লট ও জামালখানে এলইডির মাধ্যমে ৭ মার্চের ভাষণ প্রচার হবে। নগর ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, ফোয়ারা ও তোরণ নির্মাণ করা হবে। এছাড়া, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।

Facebook Comments Box