ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে অপরাজিতার পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন

চট্টগ্রাম
মার্চ ৬, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্দনিক, সৃষ্টিশীল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজের সমারোহের দুর্দান্ত প্ল্যাটফর্ম অপরাজিতার পঞ্চম বর্ষ পূর্তি ও ছয় বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৩ মার্চ) দিনব্যাপী সিটির কাজীর দেউরী ভিআইপি টাওয়ারস্থ ব্যাংকুইট হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। অপরাজিতার গ্রুপ এডমিন কলি নাহারের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার যারিন তাসনীম ওশিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদূলাল ভৌমিক, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র সিনিয়র লেকচারার মোহাম্মদ আব্দুল বাতেন, বাগমনিরাম বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা রাকেমা হোসেন।

অনুষ্ঠানে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ছাদবাগান শুধু শখ থেকে নয়, পরিবেশের প্রয়োজনে বাগান করতে হবে৷ বিশেষ করে শহরের জন্য৷ এতে এক দিকে যেমন পরিবেশ নির্মল থাকবে, অন্য দিকে পারিবারিক ফুল, ফল ও শাক-সবজির চাহিদা মিটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখারও সুযোগ থাকবে৷’

দেবদূলাল ভৌমিক বলেন, ‘আপরাজিতা শুধু পাঁচ বছর নয়, শত বছর পার করুক নগর কৃষির উন্নয়নে।’ সামনের দিকে আপরাজিতা আপন মহিমায় আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কলি নাহার বলেন, ‘চট্টগ্রামে অপরিকল্পিতভাবে অল্প সংখ্যক ছাদবাগান করা হলেও তা ব্যাপকতা লাভ করতে পারেনি৷ এ জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷ ছাদে বাগান করে শহরে গাছপালা বর্ধনের মাধ্যমে জীবের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব৷’

ফেসবুক ‘মেটা’ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র ফেসবুক বাগান গ্রুপ অপরাজিতার সক্রিয় সদস্যদের সম্মাননা, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, স্মরণিকার মোড়ক উন্মোচন, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আরো উপস্থিত ছিলেন অপরাজিতার উপদেষ্টামন্ডলীর সদস্য তাইফুর রহমান জাহাঙ্গীর, ফেরদৌস আরা তাহের, তারেক ইফতেখার, ইঞ্জিনিয়ার মানস চৌধুরী, সুভাষ দাস, সাইফুল্লাহ খোকন, সাইফুল আলম, মামুনুর রশিদ শিপন, সাদিয়া আফরোজ, শফিকুল শুভ, মোস্তাকিম রাসেল, তানজিলা ইসলাম, তানিশা, নাঈম সোবহান, ইসমত আরা, তাহা ইসলাম রুমি, লুৎফুন নাহার, রাকিমুল কবির।

Facebook Comments Box