ঢাকা: বরেন্দ্র ভবনে সংবাদযোদ্ধাদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।
ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এম লোকমান হোসাঈন, মহাসচিব পলাশ চন্দ্র দাস, যুগ্ম মহাসচিব বাহারুল আলম ও সদস্য আল আমিন মুন্না সোমবার (৫ সেপ্টেম্বর) প্রেরিত এক যৌথ বিৃতিতে বলেন, ‘এটিএননিউজ এর বুলবুল হাবিব ও রুবেল ইসলামের উপর হামলার সাথে সরাসরি ও নেপথ্য জড়িত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, কর্মকর্তা-কর্মচারিদের বহিষ্কার ও বিচার না করা না হলে এ দেশে সমৃদ্ধ দেশ গড়ার সব চেষ্টা ব্যাহত হবে; অপরাধী-দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে আরো অনেক সংবাদযোদ্ধাকে আহত ও নিহত করার দুঃসাহসে সাহসী হয়ে উঠবে। যা কোনভাবেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছে প্রত্যাশা করে না আমাদের সংবাদযোদ্ধারা।’
উল্লেখ্য, বঞ্চিত অনলাইন সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালে পথচলা শুরু করা অনলাইন প্রেস ইউনিটি সাগর-রুণীসহ সব সংবাদযোদ্ধার ঘাতকদের বিচারের দাবিতে সমাবেশ, করোনা পরিস্থিতিতে সংবাদযোদ্ধাদের জন্য ফ্রি পিপিই, প্রণোদনার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানসহ ১২ বছরে সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের দাবি আদায়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রেস বার্তা