চট্টগ্রাম: ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই জনকে আটক করেছে র্যাব-৭।
রামপুর এলাকার মদিনা অটো মোবাইল অ্যান্ড ওয়ার্কসের সামনে থেকে বুধবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সীতাকুন্ডের কুমিরার আশরাফুল ইসলামের পুত্র মো. ইয়াকুব আলী (১৮) এবং মৃত মাহমুদুল হকের পুত্র মো. শাখাওয়াত হোসেন প্রকাশ সাব্বির (১৯)।
তাদের কাছ থেকে একটি খাঁচাসহ দুটি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধার করা হয়।
তাদেরকে জেরা করে দীর্ঘদিন যাবৎ তারা বন্যপ্রাণী (তক্ষক) অবৈধভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে বলে জানতে পারে র্যাব।
র্যাব অফিসার মো. মাহমুদুল হাসান মামুন জানান, উদ্ধারকৃত বন্যপ্রাণী (তক্ষক) দুইটি খাঁচাসহ ফেনী বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তি বন্যপ্রাণী (তক্ষক) দুইটি ২০ লাখ টাকায় বিক্রির চেষ্টা করছিল। তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।