ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্দর শাখার উদ্যোগে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পোর্ট ইস্ট কলোনী আবাসিক এলাকায় বন্দর শাখার ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজনে কেক কাটা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, সাইকেল স্ট্যান্ট পুরস্কার বিতরণ ও শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

মো. সোহেলের সভাপতিত্বে এবং আনিসুর রহমান শরীফ ও সজীব কান্তি দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি দৈনিক নবচেতনার পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হান্নান, গণ মাধ্যম কর্মী এসকে সাগর, সুশান্ত বিমল দেব লিটন, নয়ন বড়ুয়া, ইসমাইল হোসেন শামীম, মো. হারুন, মেহেদী হাসান অন্তর, মো. রাজা, আল আমিন রায়হান, ইয়াসিন মজুমদার বাবু, আহমেদ রকিব, রোমান, মো. সাইফুল ইসলাম, মো. ইমন, দ্বীন ইসলাম, আওয়াল খান শাহীন, রাফি, সিয়াম, সৌমিত্র, মিনহাজ প্রমুখ।

প্রেস বার্তা

Facebook Comments Box