ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্দরটিলায় সেলাই মেশিন বিতরণ করল মহিলা আওয়ামী লীগ

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ইপিজেড থানার বন্দরটিলাস্থ আল মদিনা মার্কেটে শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মহীন বেকার নারীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা।

সেলাই মেশিন বিতরণকালে তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের নির্দেশে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলবে।’

এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী নেত্রী নাছিমা আক্তার, মানবাধিকার নেত্রী আয়েশা বেগম, বিলকিস আলম, সালমা আক্তার, বিবি আয়েশা পপি, মুন্নি প্রমুখ।

প্রেস বার্তা

Facebook Comments Box