চট্টগ্রাম: বদলি ও দিন ভিত্তিক শ্রমিকদের সব পাওনা দ্রুত পরিশোধ, ২০১৯ সালের বকেয়া মজুরি পরিশোধ ও বন্ধ পাটকল চালুর দাবিতে চট্টগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম সিটির আমিন জুট মিল শহীদ মিনার চত্বরে সোমবার (১৫ ফেব্রয়ারি) বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ আট মাস পার হলেও এখনো বদলী শ্রমিকেরা তাদের পাওনা বুঝে পায় নি। সরকার বা বিজেএমসি পক্ষ থেকে কোন সুস্পষ্ট ঘোষণা দেয়া হচ্ছে না। অথচ বেকার শ্রমিকেরা আজ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছে। তাদের কাজ নেই, সন্তানদের শিক্ষা জীবন বন্ধ, বিনা চিকিৎসায় অনেক মারা যাচ্ছে।’
বক্তারা অবিলম্বে বদলি ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান।
পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতার খালিশপুরের নেতা রহুল আমিন বলেন, ‘বদলি শ্রমিকেরা কোন দুর্নীতি করেনি, তারা মিলের শ্রম দেয়া টাকার ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। এ সরকার কোন ওয়াদা রক্ষা করেনি। তাই আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে নিতে হবে।’
সমাবেশ শেষে আগামী ৩ মার্চ বদলী শ্রমিকের সব পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামের বিজেএমসি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের চট্টগ্রামের আহ্বায়ক আমীর আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের খালিশপুরের আহ্বায়ক রুহুল আমিন, পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের সদস্য সচিব কামাল উদ্দীন, বাসদ (মার্ক্সবাদী) পাঠচক্র ফোরামের নেতা সত্যজিৎ বিশ্বাস, বিপ্লবী শ্রমিক আন্দোলনের নেতা তিতাস চাকমা, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের ছাত্র প্রতিনিধি মুশফিক উদ্দীন ওয়াসি, বদলী শ্রমিক ফারুক মো. তানসেন, আবদুর রহমান, মো. বেলাল।
বার্তা প্রেস