মিরসরাই, চট্টগ্রাম: কৃষক-ভূমি মালিকদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না করার দাবিতে শনিবার (২৭ মার্চ) সকালে মানব বন্ধন করেছে বঙ্গবন্ধু শিল্পজোন কৃষক-ভূমি মালিক সমিতি। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অধিগ্রহণ করা কিছু কৃষক ও জমির মালিকদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করার অভিযোগে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বলা হয়, ‘মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রথম থেকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা শুরু হয়। জমিগুলো চরাঞ্চলে হওয়ায় জমির দলিলাদি নিয়ে জটিলতা শুরু হয়। তবে মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার আট একর ৭০ শতাশং জায়গার প্রকৃত ওয়ারিশ দশ জন হলেও রহাস্যজনক কারণে দুই জনের নামে সনদ ইস্যু করা হয়। যার ফলে ওই দুই জনের নামে সাড়ে পাঁচ কোটি টাকার চেকও ইস্যু হয়। তবে ওই আট জন ওয়ারিশ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বার বার ধর্ণা দিয়েও সনদ নিতে পারেনি।’
মানব বন্ধন থেকে দ্রুত এসব ভুক্তভোগী জমির মালিকদের নামে ওয়ারিশ সনদ ইস্যু করে ক্ষতিপূরণের জন্য আহ্বান জানানো হয়।
মো. আলমের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন মো. ইউসুফ, নূর আলম, আবুল কাশেম, সফিউল আলম, নুর হোসেন, মো.বেলাল প্রমূখ।
নিউজ রিলিজ