চট্টগ্রাম: শুক্রবার (১৭ মার্চ)। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে স্বদেশ আবৃত্তি সংগঠনের উদ্যােগে কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিশু আলীফ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক সৈয়দ মো. জাকারিয়া। বিশেষ আলোচক ছিলেন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও সমাজসেবক মো. শফিউল আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদা আহমেদ।
সংগঠনের সদস্য কাজী মো. সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানের একক ও দলীয় আবৃত্তি করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সালসাবিল অর্থি, জেবা ফারিয়া, লাবিবা ইসরাত, সামারা ইকবাল, কাজী সবুজ, খালেদা আহমেদ।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন অতিথিসহ সংগঠনের সদস্যরা।