মিরসরাই, চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী মৎসজীবী লীগ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী মৎসজীবী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবুল রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আওয়ামী মৎসজীবী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহমদ সোহাগ।
সভায় সভাপতিত্ব করেন মোক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ক্ষুদিরাম মাস্টার।
সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী মৎসজীবী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য নুরুল হুদা, মো. নুরুন্নবী, স্বপন দত্ত প্রমুখ।
প্রেস নিউজ
Facebook Comments Box