চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর পর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কার্যালয়ের পরিচালক মো. আবু সাইদ। মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানী ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশ নেন।
প্রেস বার্তা
Facebook Comments Box