চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের ৩৪তম মৃত্যু বার্ষিকী শুক্রবার (৭ জানুয়ারি)। ১৯৮৭ সালের এ দিনে নিজ গ্রামের নিজ বাসভূমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মরহুম একে ফজলুল হক ১৯৩২ সালের ১৭ জুলাই রাউজানের এক সম্ভ্রান্ত ও বনেদি পরিবারে জন্ম নেন। তিনি রাউজান থানায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালনকারী ‘বড় মাস্টার’ খ্যাত আধ্যাত্মিক পুরুষ ওচমান আলী মাস্টারের (রহ.) প্রথম পুত্র। তিনি ১৯৪৭ সালে দেশ বিভাগ আন্দোলন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৮ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালে সাধারণ নির্বাচন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধসহ বাঙালির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাউজান থানার অন্যতম প্রতিষ্ঠাতা আমৃত্যু অসাম্প্রদায়িক ও দুর্বার সাহসী ফজলুল হক অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ দিন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ও তিনি রাউজান চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলেন। রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা হক গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতিরও দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মরহুমের ৩৪তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে তার পরিবার, মুক্তিযোদ্ধা একে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগার, আমরা করব জয়’ এর উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমের (২০২০-২০২১ সালে) বছরব্যাপী জন্ম-মৃত্যু বার্ষিকীর নানা আয়োজনে গরীব-দুস্থ-অসহায়, কন্যাদ্বায়গ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তিদের সহায়তা, দাফন-কাফনে সহযোগিতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গত দুই বছরে (৩২+৩৩ জন) ৬৫জন অস্বচ্ছল শিক্ষার্থীর বছরব্যাপী শিক্ষাব্যয়ে বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মযজ্ঞে পারিবারিক পৃষ্ঠপোষকতায় দশ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। আগামী দিনগুলিতে এ ধারা অব্যাহত রাখতে পরিবারের পক্ষ থেকে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মরহুমের সন্তান আমরা করবো জয় (পারিবারিক অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান) এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
প্রেস বার্তা