চট্টগ্রাম: ফ্রান্সে হযরত মুহাম্মদকে (দঃ) নিয়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিরতিহীনভাবে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের ন্যাক্কারজনক ঘটনাকে ইতিহাসের জঘন্য বর্বরতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর বহদ্দারহাটেের আরবি কনভেনশন হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, ‘ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে এ ধরনের জাতিগত নিপীড়ন বিচ্ছিন্ন কিছু নয়, বরং তা তাদের চিরায়ত মুসলিম বিদ্বেষি মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ।’
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলাও চট্টগ্রাম ম্যারেজ অ্যান্ড অ্যাসেটস ম্যানেজমেন্টের (১৩৪৯৩/১৯) যৌথ উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠাত হয়।
সমিতির সভাপতি কাজী মাওলানা ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা সারোয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মামুনুর রশীদ।
এতে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব কাজী মাওলানা সাগর আহমদ শাহীন বলেন, ‘ফ্রান্সের মত সভ্য রাষ্ট্রের কাছ থেকে এমন প্রতিক্রিয়াশীল আচরণ কখনও কাম্য হতে পার না। এ ধরনের জঘন্য কর্মকান্ড কেবল মুসলিম ধর্মানুভূতিতে আঘাত হানবে তা নয়, বরং বিশ্বব্যাপী জাতিগত সংঘাত ও হানাহানি ছড়িয়ে পড়বে।
সংবাদ বিজ্ঞপ্তি