চট্টগ্রাম: বিজয়ের আনন্দের মত আনন্দ খুব কমই আছে, আর দেশের বিজয়ের মত আনন্দ নেই বললেই চলে।
বিজয়ের এ আনন্দ আরো বাড়িয়ে দিতে বু বু ওয়ার্ল্ড নিয়ে এসেছে আপগ্রেডেড মেন্যু দিয়ে সাজানো কম্বো অফার। এ কম্বো অফারটিতে ৭৯০ টাকার ফ্যামিলি প্ল্যাটারের সাথে থাকছে ৩০০ টাকার সম মূল্যের গেম কয়েন ফ্রি!
প্রতিষ্ঠানটির উপদেষ্টা সরোয়ার আলম বলেন, ‘সবাইকে বু বু ওয়ার্ল্ডের পক্ষ হতে বিজয়ের শুভেচ্ছা। বিজয় গৌরবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এ লক্ষ্যে আমাদের নতুন এ অফার চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।’
এছাড়াও এ ব্যাপারে বিস্তারিত জানতে এ ০১৭৭৭৭৬৬০২২ নাম্বারে যোগাযোগ করা যাবে।
বু বু ওয়ার্ল্ড চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ডের ৮১ এস এস খালেদ রোডের চৌধুরী হাইটসের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত।