ফেনী: দৈনিক ফেনীর সময় সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন চতুর্থ বার ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ শাহাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টাস ইউনিটর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি নোয়াখালী জেলা শাখার সদস্য মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, ফেনী জেলা শাখার সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম, মুহাম্মাদ ইলিয়াস আহমদ, মুহাম্মাদ নূরুল হুদা রাসেল মিয়াজী প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে মাহতাব মাজেদ রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার উপদেষ্টা হওয়ার জন্য শাহাদাত হোসেনকে প্রস্তাব দেন। শাহাদাত হোসেন এ প্রস্তাব গ্রহণ করেন।
প্রেস বার্তা