ফেনী: ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী এক যুবককে আটকপূর্বক গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মহিপালে স্টার লাইন স্পেশাল লিমিটেড কাউন্টারের সামনে বিশেষ চেকপোস্টের মাধ্যমে গাড়ি তল্লাশি করে তাকে আটকের পর গ্রেফতার করা হয়।
আটককৃত মো. মনির খান (২২) চট্টগ্রামের ভুজপুর থানার মুসলিমপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার পুত্র।
জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের পিছনে একটি বস্তার ভিতর বিশেষ কায়দায় রাখা ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার এবং মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো-ল- ২০-৩১৯৮) জব্দ করেছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক দাম এক লাখ ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।